নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সদ্যই প্রকাশ হয়েছে গানটি, এর শিরোনাম ‘ওরে জান’। দ্বৈত এ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’-এর প্রতিযোগী মারুফা তৃষা।
গানের কথা লিখেছেন ‘রঙ্গন মিউজিক’-এর কর্ণধার জামাল হোসেন। সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। গান ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন নাজনিন নিহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। নেপাল ও ঢাকায় এই গানের দৃশ্যধারণ হয়েছে।
গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, গানটি অনেক রোমান্টিক। গানটির কথাগুলোর মধ্যে শ্রোতারা নতুনত্ব পাবেন।
আর তৃষা খুবই মেধাবী একজন শিল্পী। আমার বিশ্বাস, এই গান শ্রোতা-দর্শকের অনেক ভালো লাগবে।
উল্লেখ্য, কোরবানির ঈদের সিনেমার গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান। এরই মধ্যে ক’দিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন হাল সময়ের এ জনপ্রিয় শিল্পী। বর্তমানে গান ও নতুন সংসার নিয়েই কাটছে তার সময়।