জনি ডেপের সঙ্গে মামলায় হারার পর নিজেকে অনেকটাই আড়াল করে নিয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এরপর একমাত্র মেয়েকে নিয়ে স্পেনে নিজের আবাস গড়েন অভিনেত্রী।
তখন থেকেই গুঞ্জন, হলিউড ছেড়ে দিচ্ছেন অ্যাম্বার। যদিও কিছুদিন আগে স্পেনের রাস্তায় প্রথমবারের মতো দেখা মেলে তার। তবে এবার প্রথমবারের মতো মিডিয়ার সামনে এলেন তিনি। জানান, এখনই হলিউড ছাড়ার কোনো কারণ নেই। সেই সঙ্গে এই মুহূর্তে জীবনটা বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক পাপারাজ্জির টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে স্পেনে বসবাস এবং হলিউডে নিজের চলমান প্রজেক্ট সম্পর্কে কথা বলতে দেখা গেছে অ্যাম্বারকে। তিনি বলেন, আমি স্পেনকে অনেক ভালোবাসি। তবে হ্যাঁ, হলিউডে আমার কিছু প্রকল্প চলমান আছে। তাই আমার হলিউড ছাড়ার খবরটি নিছকই গুঞ্জন। আমি এগিয়ে যেতে চাই। এটাই জীবন।
প্রসঙ্গত, প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলার বিচারে হারার মাত্র তিন মাস পর ২০২২ সালের সেপ্টেম্বরে হার্ড ইউরোপে যাত্রা করেন। সে সময় আদালত ডেপকে এক কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় অ্যাম্বার হার্ডকে। যা অ্যাম্বারের জন্য খুব কঠিন ছিল। তাই মামলাটির রায়ের জন্য পুনরায় আপিল করেছিলেন অ্যাম্বার। নভেম্বরের শেষের দিকে আপিল করে ৬৮ পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছিলেন অ্যাম্বার। তবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তারকার। তাই সেই আপিল তুলে নিয়ে স্পেনে স্থানান্তরিত হন এই তারকা।