আট মাস আগে নিজের অবসরের ঘোষনা দিয়ে রাখলেন ডেভিড ওয়ার্নার। না সব ফরম্যাট নয় অবশ্য, শুধু সাদা পোষাক। সামনের বছর সিডনিতে পাকিস্তানের বিপক্ষে নতুন বছরের টেস্ট খেলে লম্বা পরিসরের ক্রিকেট ছাড়বেন ওয়ার্নার। শুধু তাই নয় আরও একধাপ এগিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেই হলুদ জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে পারেন বলেও আশাব্যক্ত করেছেন এই ব্যাটার। এর মানে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই ফরম্যাটে শেষ ম্যাচ খেলবেন ওয়ার্নার। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অবসরের দিনক্ষন অনেক আগেই জানিয়ে রাখলেন তিনি।
টেস্টে অবশ্য ওয়ার্নারের ফর্ম একদমই ভাল যাচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে আগামী বছরের সিরিজে তার সুযোগ হবে কিনা তাও নিশ্চিত নন। তবুও বিদায়ের ব্যাপারটা ঠিক রাখছেন। এর মধ্যে একটা ব্যাপার পরিষ্কার – ক্যারিয়ারের শেষ অ্যাশেজ ওয়ার্নার খেলবেন দেশের বাইরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি অনুশীলনে এক সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন. ‘আমি সবসময়ই বলে এসেছি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার শেষ ম্যাচ হতে পারে। তবে এই সিদ্ধান্তটা আমি আমার পরিবারের জন্য তুলে রাখতে চাই। তবে একটা বিষয় পরিষ্কার বলতে পারি। আগামী বছর উইন্ডিজ সিরিজের জন্য আমি প্রস্তুত থাকবো না। তাই বছরের শুরুতে পাকিস্তান সিরিজটা নিশ্চিত ভাবেই টেস্টে আমার শেষ হতে যাচ্ছে।’











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited