ডেস্ক রিপোর্ট:: হস্তমৈথুন নিয়ে নানা ধরণের ভুল ধারণা পোষণ করে থাকেন অনেকে। অনেকেরই ধারণা, হস্তমৈথুনের ফলে শরীরের ক্ষতি হয়।কিন্তু নানা সময়ে নানা গবেষণাই প্রমাণ করে দিয়েছে, এর ফলে কোনও ক্ষতি হয় না।
যৌনমিলনের ক্ষেত্রে কিছু শারীরিক লাভ আছে। হস্তমৈথুনের ক্ষেত্রে সেই পরিমাণে লাভ না থাকলেও, ক্ষতিও নেই।
কিন্তু হালের বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, পুরুষেরা হস্তমৈথুন করলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমে এবং শুধু ক্যানসারই নয়, প্রস্টেট সংক্রান্ত অন্য সমস্যার মাত্রাও কমে নিয়মিত হস্তমৈথুনের ফলে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, যে সব পুরুষরা সপ্তাহে ২১ বারের বেশি হস্তমৈথুন করেন, তাদের প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৩ শতাংশ কমে।
এই গবেষণাটি ‘ইউরোপিয়ান ইউরোলজি জার্নাল’-এ প্রকাশিত হয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে এই গবেষণা চালানো হয়। ৩১, ৯২৫ জনকে নিয়ে পরিচালিত এই গবেষণায় ২০ বছর বয়সি পুরুষদের প্রাথমিক পর্যায় নির্বাচন করা হয়, তাদের হস্তমৈথুন অভ্যাস সম্পর্কিত নানা রকম প্রশ্নও করা হয়। তার পর তারা যখন ৪০-এর কোঠায় পৌঁছন, তখন দেখা যায়, যে সব পুরুষ নিয়মিত হস্তমৈথুন করেন, তাঁদের শরীরে প্রস্টেট ক্যানসার খুব বেশি লক্ষ করা যায়নি।