আল-ফাতেহকে ৩-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে নিজেদের মিশন শেষ করল আল নাসর। তবে দলের শেষ ম্যাচটা খেলা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর।
রোনালদো এই ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। চার দিন আগে অনুশীলনে পেশিতে চোট পান তিনি। সামনে পর্তুগালের ইউরো বাছাই পর্বের ম্যাচ। তাই বিশ্রাম দেওয়া হয়েছিল রোনালদোকে।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আল নাসরের জয়ে জোড়া গোল করেন আন্দেরসন তালিসকা। মোহাম্মদ মারওয়ান অন্য গোলটি করেন তালিসকার অ্যাসিস্ট থেকেই।
আল নাসর রানার্সআপ হয়ে আসর শেষ করল। গত জানুয়ারিতে সৌদি প্রো লিগের দলটিতে যোগ দেন রোনালদো। প্রথম মৌসুমে ১৬ ম্যাচে তার গোল ১৪টি।
আগেই শিরোপা নিশ্চিত করেছিল আল-ইত্তিহাদ। শেষ ম্যাচেও আল-তাইকে ২-০ গোলে হারিয়ে তারা উদযাপন করে সাফল্য। গতবারের চ্যাম্পিয়ন আল-হিলাল এবার লিগ শেষ করল তৃতীয় হয়ে।