ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর স্পেনের দলটির আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেন করিম বেনজেমা। এ মৌসুম রিয়ালের জন্য ভালো না কাটলেও ৩৫ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার ঠিকই আলো ছড়িয়েছেন। এরপরও গুঞ্জন, বেনজেমার বিকল্প খুঁজছে রিয়াল।
এদিকে ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, সৌদি লিগে খেলার জন্য বড় অঙ্কের চুক্তির প্রস্তাব পেয়েছেন বেনজেমা। সেই প্রস্তাব গ্রহণ করলে রোনালদোর পর মধ্যপ্রাচ্যের দেশটি হবে বেনজেমারও ঠিকানা।
বেনজেমার সৌদি লিগে খেলার প্রস্তাব পাওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি টুইটারে লিখেছেন, করিম বেনজেমা সৌদি ক্লাব থেকে অফিশিয়াল প্রস্তাব পেয়েছেন গত সপ্তাহে। পরে বিষয়টি নিয়ে তিনি দল ও পরিবারের সঙ্গে আলোচনা করেছেন। রিয়াল মাদ্রিদও বিষয়টি জানে।
রোনালদো সৌদি লিগে খেলেন আল নাসরে। বেনজেমা প্রস্তাব পেয়েছেন আল ইত্তিহাদ থেকে। যারা এবারের আসরের শিরোপা ঘরে তুলেছে। রোমানো তার সবশেষ স্ট্যাটাসে লিখেছেন, আল ইত্তিহাদ খুব দ্রুতই বেনজেমার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করছে।
ইএসপিএন জানিয়েছে, দুই বছরের জন্য বেনজেমাকে মোট ৪০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। রোনালদো সৌদি ক্লাব আল নাসরে এই পারিশ্রমিকেই যোগ দিয়েছেন।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বেনজেমা চলে গেলে তার শূন্যস্থান পূরণ করতে নাকি লাউতারো মার্তিনেজকে আনতে পারে রিয়াল।