জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।সোমবার (২৯ মে) রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ মে) জামালগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সৌরভ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নুরু মিয়া মৃত সুলতু মিয়ার ছোট ছেলে। অভিযুক্ত ব্যক্তি নিহতের বড় ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নুরু মিয়া সঙ্গে বড় ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের জমি সংক্রান্ত বিরোধের জের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুকে শাবল দিয়ে আঘাত করে তাজুল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এস আই সৌরভ দাস জানান, সোমবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited