নানাভাবেই আলোচনার কেন্দ্রে থাকেন বিগ বস সিজন ৭-এর প্রতিযোগী সোফিয়া হায়াত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে রীতিমতো পেটের কাটা দাগ দেখালেন তিনি। নাভি বরাবর অপারেশনের কাটা দাগ গর্বের সঙ্গে দেখিয়ে জানালেন, অস্ত্রোপচার করাতে হয়েছে তার। সঙ্গে শেয়ার করলেন তার সেরে উঠার জার্নিও।
অভিনেত্রীর কথায়, গত কয়েক মাস ধরে তিনি পেটের যন্ত্রণায় এতটাই কাতর ছিলেন যে ঠিকভাবে হাঁটতে, হাঁচি দিতে এমনকি ঠিক মতো প্রস্রাব করতেও পারছিলেন না।
অভিনেত্রী জানিয়েছেন, তার পেটে একটি বিরাট আকারের সিস্ট ধরা পড়ে। সিস্টটি দৈর্ঘ্যে ৭ সেন্টিমিটার। সেটির কারণেই চরম দুর্ভোগের শিকার হন। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। অপারেশনের পর তিন সপ্তাহ বিছানাতেই ছিলেন তিনি, একটু একটু করে সেরে উঠছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
সোফিয়া জানান, ‘আমি খুব গর্বিত যে আমার শরীরে আবার পুরনো জীবনীশক্তি ফিরে এসেছে। একটা সময় তো আমার মনে হচ্ছিল নাড়ি-ভুঁড়ি সব বেরিয়ে আসবে। এখন আমি ধীরে ধীরে সেরে উঠছি। আমার পেটের ভেতর থেকে ৭ সেন্টিমিটার লম্বা একটি সিস্ট বার করা হয়েছে।’
আফসোস করে সোফিয়া জানান, অসুস্থতার সময় পরিবারের কোনও সদস্য তার দিকে সাহায্যের হাত বাড়ায়নি। তবে তার প্রতিবেশিরা তাকে সাহায্য করেছে। ৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। এরপর তিন সপ্তাহ একদম শয্যাশায়ী। এই কঠিন সময়ে তাকে সব রকম সাহায্য করেছে প্রতিবেশী ও পরিচারিকা।