মধ্য ভারতের একজন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তার স্মার্টফোন উদ্ধারের জন্য একটি জলাধার নিষ্কাশনের আদেশ দেওয়ার পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। ফোনটি তিনি সেলফি তোলার সময় পানিতে ফেলে দিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে রবিবার (২৮ মে) এ খবর জানিয়েছে আল জাজিরা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের কানকার জেলার খেরকাট্টা বাঁধ পরিদর্শনে যান খাদ্য পরিদর্শক রাজেশ বিশ্বাস। এ সময় একটি জলাধারের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিলেন তিনি। কিন্তু অসাবধানতাবশত তার ফোনটি ওই জলাধারে পড়ে যায় । তারপর সেই ফোন উদ্ধারে এক অকল্পনীয় কাণ্ড করে বসেন রাজেশ।
প্রথমে ডুবুরিদেরকে ওই জলাধার থেকে ফোন খুঁজে দিতে বলেন তিনি। এ সময় তার ফোনে স্পর্শকাতর সরকারী তথ্য থাকার দাবি করেন তিনি। কিন্তু প্রাথমিক এই প্রচেষ্টা এক পর্যায়ে ব্যর্থ হয়। এরপরই তিনি ডিজেল পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে জলাধারটি খালি করার নির্দেশ দেন।
পরের তিন দিনে ওই জলাধারটিতে থাকা ২১ লাখ লিটার পানি নিষ্কাশন করে সরানো হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ছত্তিশগড়জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে, জলাধার নিষ্কাশনে ডিজেল পাম্প চালানোর সময় রাজেশকে লাল ছাতার নিচে বসে থাকতে দেখা গেছে। তখন স্থানীয় সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন যে, সেচের জন্য ওই পানি ব্যবহারযোগ্য ছিল না। সেইসঙ্গে জলাধার নিষ্কাশনের জন্য উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নেওয়ার কথাও জানান।
এভাবে জলাধারের পানি নষ্ট করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন রাজেশ। পরে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।