ছুরিকাঘাতের অভিযোগে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি এক বেসামরিক নাগরিকের হাতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনের দক্ষিণে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
মন্ত্রণালয় জানায়, হেবরনের দক্ষিণে ২৮ বছর বয়সী আলা কায়সিয়ারকে গুলি করে হত্যা করেছে দখলদাররা।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তেনে ওমারিম বসতিতে ফিলিস্তিনি যুবকটি ইসরায়েলের এক বাসিন্দাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। তখনই এক সশস্ত্র বেসামরিক লোক তাকে গুলি করে হত্যা করে।
যদিও অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং ইসরায়েলি বাসিন্দাকে অক্ষত উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে, ইহুদিদের শাভুত উৎসব উপলক্ষে ওই বসতিতে লোকজন জড়ো হলে এই ঘটনাটি ঘটে।
মিডিয়ার ওয়েবসাইটে নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, একজন ফিলিস্তিনি পুরুষ একটি গেটের নিচে হামাগুড়ি দিচ্ছে এবং ছুরি হাতে বসতিতে ঢুকছে। ভিডিওটিতে কথিত ছুরিকাঘাতের চেষ্টা বা লোকটিকে গুলি করা হয়েছে, তা দেখানো হয়নি।
তবে কায়সিয়ার কোনও সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল না বলে রয়টার্স নিউজ এজেন্সিকে জানিয়েছে তার শ্যালিকা নানা। এ ছাড়া কোনো সশস্ত্র গোষ্ঠীও কায়সিয়াহকে সদস্য হিসেবে দাবি করেনি।