শুভমন গিলকে নিয়ে মাতোয়ারা এখন ভারতীয় ক্রিকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে গুজরাট টাইটান্সকে ফাইনালে তুলেছেন এই তরুণ।
আহমেদাবাদে শুক্রবার রাতে মাত্র ৬০ বলে ১২৯ রানের ইনিংস খেলেন শুভমন। ৭টি চারের সঙ্গে হাঁকান ১০ ছক্কা। গ্যালারির দর্শকরা তো বটেই শুভমনের এই ইনিংসে প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও মুগ্ধ।
ম্যাচের শেষে ও দুই ইনিংসের মাঝে সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়দের থেকে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শুভমন। শচীন টেন্ডুলকারও তাকে অভিবাদন জানিয়েছেন।
মুম্বাইয়ের ডাগআউটে বসেই শুভমনের ইনিংসটার সাক্ষী হয়েছেন শচীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন ও শুভমনের একটি ছবি ভাইরাল হয়েছে। যে ছবি নিয়ে নেটিজেনরা চর্চা শুরু করেছেন। কারও মন্তব্য, ‘এ তো পারিবারিক ব্যাপার’।
গুজরাটের হয়ে ব্যাটিং করার পর আর ফিল্ডিংয়ে নামেননি গিল। তার বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন জশ লিটল। গুজরাট টাইটান্সের ইনিংসের পর মুম্বাইয়ের ডাগআউটে কিংবদন্তি শচীন টেন্ডুলকরের সঙ্গে কথা বলছিলেন শুভমন গিল। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। যেখানে দেখা যায় হাত তুলে কিছু একটা শুভমনকে বোঝাচ্ছেন মাস্টার ব্লাস্টার। আর গিল তার কথা মন দিয়ে শুনছেন। এই ছবিই ভাইরাল হয়েছে।
শুভমন হয়তো ফাইনালের আগে শচীনের মতো কিংবদন্তির থেকে কিছু টিপস নিচ্ছিলেন। তাদের মধ্যে যা নিয়েই কথা হোক না কেন, ওই ছবি দেখে নেটিজেনরা মজার মজার মিম করতে ছাড়েননি।
ছবির কমেন্টে একজন লেখেন, ‘এ তো পারিবারিক ব্যাপার!’। আরেকজন শচীন টেন্ডুলকর ও শুভমন গিলের ভাইরাল ছবিতে কমেন্ট করেন, ‘শ্বশুরজি।’ টুইটারে অপর একজনের কমেন্ট, ‘বিশ্বকাপ জেতাও তা হলে সম্পর্ক পাকা।’
উল্লেখ্য, টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে গিলের প্রেমঘটিত সম্পর্কের গুঞ্জন চালু আছে ভারতে।
এ বারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন শীর্ষে গিলের নাম। এখন পর্যন্ত ১৬ ম্যাচে তার সংগ্রহ ৮৫১ রান। চারটি ফিফটির সঙ্গে সেঞ্চুরি করেছেন ৩টি।