এশিয়া কাপের ভেন্যু নিয়ে জল্পনা ও সংশয় এখনও কাটেনি। এমন অবস্থায় নতুন খবর, আইপিএল ফাইনালের পরই ভেন্যু নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহমেদাবাদে আগামী রবিবার অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল। সেখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে বৈঠকে এশিয়া কাপের ভেন্যু ঠিক করা হবে বলে জানিয়েছেন জয় শাহ। যিনি একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব পদেও রয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইকে জয় শাহ বলেন, ‘এখনও পর্যন্ত এশিয়া কাপের আয়োজক দেশ ঠিক হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত আছি। প্রতিযোগিতার ফাইনালে আমন্ত্রণ করা হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের। ফাইনালের পরে আলোচনার মাধ্যমে আমরা ঠিক করে নেব যে এশিয়া কাপ কোথায় হবে।’
এশিয়া কাপের আয়োজক দেশ এখনও পর্যন্ত পাকিস্তান। কিন্তু সেই দেশে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। তারা চায়, অন্য কোনো দেশে খেলা হোক। অন্য দিকে পাকিস্তান আবার নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজনের দাবিতে অনড়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাবও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রস্তাবে পাকিস্তান বলছে ভারত তাদের ম্যাচগুলো অন্য ভেন্যুতে খেলুক। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং আফগানিস্তান চারটি ম্যাচ খেলুক পাকিস্তানে। ভারত-পাকিস্তান ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব তাদের।
তবে সংবাদমাধ্যমে খবর, ভারত যে কোনো একটি ভেন্যুতে এশিয়া কাপ আয়োজিত হোক এমনটাই চায়। এসব আলোচনার মাঝেই আইপিএল ফাইনালের পর চূড়ান্ত সিদ্ধান্তের খবর এলো।
পিটিআইকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক কর্তা বলেছেন, ‘কাউন্সিলের সভাপতি জয় শাহ আইপিএলের পরে একটি বৈঠক ডেকেছেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিরপেক্ষ দেশে খেলতে সমস্যা নেই পাকিস্তানের। কিন্তু তারা চাইছে দুবাইয়ে খেলা হোক। তা হলে আয়োজক দেশ হিসাবে বেশি আর্থিক লাভ হবে তাদের।’
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর, পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেল গ্রহণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এখন শেষ পর্যন্ত কি ঘোষণা আসে সেটাই দেখার।
এ বছর এশিয়া কাপের জন্য উইন্ডো রাখা হয়েছে ১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।