বাংলদেশ দলে অনুশীলনের ব্যাপারে সবচেয়ে সিরিয়াস কে? এমন প্রশ্নের উত্তরটা ক্রিকেটের খোঁজ রাখেন এমন যে কেউ দিতে পারবেন। মুশফিকুর রহিম। বাংলাদেশের খেলা না থাকলে আর মুশফিক ঢাকার বাইরে না গেলে মিরপুরে তার উপস্থিতি নিশ্চিত।
সেই ধারা মেনে মিরপুরে উপস্থিত তিনি। কাল অনুশীলন করেছিলেন হালকা। তবে আজ পুরোদমে। দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের সঙ্গে উপস্থিত ছিলেন নতুন টেস্ট অধিনায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরাও।
আয়ারল্যান্ড সফর শেষে বেশ কিছুদিনের বিশ্রাম ছিল ক্রিকেটারদের। ২৯ মে থেকে ধাপে ধাপে ক্রিকেটারদের অনুশীলন শুরু করার পরিকল্পনা আছে বিসিবির। ব্যাটিং, বোলিং ও ফিটনেস বা ফিল্ডিং অনুশীলন হবে আলাদা করে।
আফগানিস্তান সিরিজের জন্য আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর কথা আছে ৪ জুন থেকে। তবে মুশফিক বসে থাকার পাত্র নন। এর আগেও মিরপুরে নিজের ব্যাটিং বা ফিটনেস নিয়ে একা কাজ করেছেন তিনি। এবারও তাই।
সোমবার মিরপুর একাডেমি মাঠে ব্যাট হাতে নামেননি মুশফিক। মিরাজকে সঙ্গে নিয়ে ক্যাচিং, রানিং স্ট্রেচিং করেছেন। ছুটির পর শরীরটাকে চালু করার চেষ্টায়। কাল অবশ্য ব্যাট হাতেই নামলেন। সকাল ১১টার দিকে মিরপুরে এসে সরাসরি জিমে গিয়েছেন। সেখান থেকে ড্রেসিংরুমে ফিরে মিরপুর স্টেডিয়ামের অপরপ্রান্তের ইনডোরে। সেখানে মিরাজ ও মুশফিক একসঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন থ্রোয়ারদের নিয়ে
এদিকে তাদের আগেই মাঠে আসা লিটন আগে মাঠে রানিং করেছেন। গা গরম করে জিম হয়ে মুশফিকদের পরে যোগ দিয়েছেন ইনডোরে ব্যাটিং অনুশীলনে। এছাড়া ইনজুরি থেকে ফিরে আসা তাসকিনও এসেছেন মিরপুরে। ধীরে বোলিং শুরু করার প্রক্রিয়ায় কাল মূল মাঠে বোলিং অনুশীলন করেন
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফগান দল ঢাকায় আসবেন ১০ জুন। ১৪-১৮ জুন মিরপুর হবে একমাত্র টেস্ট। সাদা পোশাক ও লাল বলে না খেলার সম্ভাবনা রয়েছে টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় অনুশীলনে আঙুলে ব্যথা পান সাকিব। ইনজুরিতে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। তাই সাকিবের অনুপস্থিতিতে আফগান টেস্টে নেতৃত্ব দিবেন লিটন। অবশ্য তার নেতৃত্ব দেওয়া নিয়ে একটু জটিলতা ছিল। কিন্তু নির্বাচকদের নিজে থেকেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছা ব্যক্ত করে জটিলতা দূর করেছেন লিটন।