সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রায়ই নানা রকমের, নানা ঢঙয়ের ছবি পোস্ট করেন। আর তা নিয়ে নেটিজেনদের মধ্যে বরাব্রই আলোচনা-সমালোচনা তৈরি হয়।
শনিবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। ক্যাপশনে কবিতার লাইন জুড়ে দিয়ে লিখেন, ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব। এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন; মনে থাকবে?’
পোস্টটিতে ২২ হাজারের বেশি রিয়্যাক্ট এবং পাশাপাশি দুই হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অনেকেই জয়ার রূপে মুগ্ধতার কথা জানিয়েছেন।
এদিকে গত ১২ মে প্রকাশ্যে এসেছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলার। এতে কলকাতার কৌশিক সেনের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। আগামী ২ জুন সিনেমাটির মুক্তির দিন ঠিক করা হয়েছে।