যে কোনো বড় ক্রীড়া আসরই প্রতিবার নতুন তারা উপহার দেয়। এবারের আইপিএল যেমন উপহার দিল রিংকু সিংকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে যিনি মন জয় করেছেন অগনিত দর্শকের। তাকে এখনই ভারতীয় দলেও দেখতে চাচ্ছেন অনেকে। তবে রিংকু নিজে অতশত ভাবতে চান না। নিজের খেলাটা শুধু খেলে যেতে চান।
এবারের আসরে ১৪ ম্যাচে ৫৯.২৫ গড় ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন রিংকু সিং। আসরের শুরুর দিকে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জেতান রিংক। সেই থেকে তাকে নিয়ে আলোচনা শুরু। দল সেভাবে প্রত্যাশা মেটাতে না পারলেও রিংকু এরপর ঠিকই ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন।
গতকাল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রিঙ্কু সিং দুরন্ত লড়াই করেছেন। ঝোড়ো ৩৩ বলে ৬৭ রান করেন। শেষ বলে ছক্কাও হাঁকান। তবু দলকে জেতাতে পারেননি তিনি।
লখনৌয়ের দেওয়া ১৭৭ রান তাড়া করতে নেমে শেষ দুই ওভারে কলকাতার প্রয়োজন ছিল ২১ রান। সেখান থেকে দুই ওভারে ৩৯ রান হয়। ইডেন গার্ডেন্সে ১ রানে হারে নাইটরা। আর এ হারের ফলে লিগ পর্ব থেকেই কলকাতার বিদায় নেওয়া নিশ্চিত হয়।
ম্যাচের পরে সাংবাদিকদের রিংকু বলেন, ‘পাঁচ বলে ছয়ের কথা মাথায় ছিল। আমি খুব নিরুদ্বেগ ছিলাম এবং ভেবেছিলাম যে আমি আমার মতো মারব। শেষ ওভারে আমাদের দরকার ছিল ২১ রান। আমি একটি বল মিস করেছি। না হলে আমরাই জিততাম।’
ভারতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিংকু বলেন, ‘যখন এমন ভালো মৌসুম কাটে, তখন সত্যিই খুব ভালো লাগে। আমি ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না। আমি যেভাবে খেলছি, সে ভাবেই খেলে যাব।’











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited