জবি ক্যাম্পাসের মেইন গেইটের সামনে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে যানবাহনগুলো ।এতে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
২০ মে(শনিবার) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।’বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহন করেন প্রায় বারো হাজার শিক্ষার্থী।ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের সামনের যানবাহন নিয়ন্ত্রনে নেয়া হয়নি কোনো বিশেষ ব্যবস্থা।ক্যাম্পাসের মেইন গেইটের সামনে অনিয়ন্ত্রিতভাবে চলছে যানবাহনগুলো।এতে ভোগান্তি নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে পরীক্ষার্থীদের।
ঢাকার বিভিন্ন প্রান্ত হতে সদরঘাটগামী বাসগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইনগেইট হয়ে যাতায়াত করে।এছাড়াও অন্যান্য যানবাহনগুলো ক্যাম্পাসের মেইন গেইট হয়ে চলাচল করছে।সকাল থেকেই ভিক্টোরিয়া পার্ক, বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, দ্বিতীয় গেট, টিএসসি সহ আশপাশের এলাকায় দেখা যায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভীড়। যানবাহনগুলো অনিয়ন্ত্রিতভাবে চলাচল করায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে ভোগান্তি পোহাতে হচ্ছে পরীক্ষার্থীদের।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমরা পরিবহন মালিক সমিতির সাথে কথা বলেছি পরবর্তী পরীক্ষা থেকে ক্যাম্পাসের মেইন গেইটের সামনে যানবাহন নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে।ক্যাম্পাসের সামনে রাস্তার একপাশ দিয়ে গাড়ি চলবে এবং অন্যপাশ বন্ধ থাকবে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited