সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক হাওরাঞ্চলের কথা,জাতীয় দৈনিক মাতৃজগত, দৈনিক কালজয়ী ও দৈনিক পূন্যভূতি পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আনহার বিন সাইদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৯ শে মে শুক্রবার বাদ মাগরিব বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে তাঁর প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী মতবিনিময় ও সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রেসক্লাব। সংবর্ধিত সাংবাদিক আনহার বিন সাইদ কে এসময় বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল, সহ-সভাপতি এ কে এম তুহেম, সহ-সভাপতি মজলু মিয়া, সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য আব্দুল কাইয়ুম প্রমুখ।
আনহার বিন সাইদ আগামীকাল স্বপ্নের দেশ ইউরোপের ইতালীর উদ্দেশ্য পাড়ি জামাবেন। তিনি বন্ধু বান্ধব,সহকর্মী ও পরিচিত মহলের দোয়া কামনা করেছেন।
সঠিক তথ্য পাওয়া আপনার অধিকার। সত্যের সন্ধানে কাজ করে যাচ্ছে এন আর ডি নিউজ। এন আর ডি নিউজের পাশেই থাকুন।









সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited