আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব আল হাসান। নিশ্চিত ভাবেই মিস করছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। শঙ্কা জেগেছে, ডান হাতের তর্জনী পুরোপুরি ঠিক না হলে ওয়ানডে সিরিজও মিস করতে পারেন।
তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। সাকিবকে ঈদুল আযহার পর আফগানদের বিপক্ষে সিরিজের বাকি অংশে পেতে বড় আশা রাখছেন নান্নু।
শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন প্রধান নির্বাচক। এ সময় সাকিবের সুস্থ হয়ে ওঠা এবং জাতীয় দলে পাওয়ার ব্যাপারে নান্নু বলেন, ‘সাকিবের যে ইনজুরি হয়েছে এটা সারতে ছয় সপ্তাহ লাগে। এতে করে নিশ্চিত ভাবেই ওকে টেস্টে পাচ্ছি না। তবে আমরা আশা করছি ওয়ানডে সিরিজে অবশ্যই সে ফিরবে। কারণ টেস্টের পর বেশ কিছুদিন বিরতি আছে ওয়ানডের আগে। ওই সময়ে সাকিব সেরে ওঠার সময়টা পাচ্ছে। ওয়ানডে হবে জুলাইতে। তাই সাকিবকে ওয়ানডেতে পাওয়ার জোড় সম্ভাবনাই দেখছি।’
আফগানদের সঙ্গে একমাত্র টেস্ট হবে ১৪ থেকে ১৮ জুন। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই। সিরিজের বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। টি-টোয়েন্টি হবে ১৪ ও ১৬ জুলাই।
বাংলাদেশের সঙ্গে টেস্ট ও ওয়ানডে সিরিজের মাঝে ভারত সফর করবে রশিদ খানরা।