আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা নাজমুল হোসেন শান্তর অনেক দিন মনে থাকবে এতে সন্দেহ নেই। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন তিনি ইংল্যান্ডের চেমসফোর্ডে হওয়া সিরিজে। তিন ম্যাচের সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কারও হাতে উঠেছে তার। শান্তর কাছে এই সিরিজে দলীয় প্রাপ্তিও অনেক।
আয়ারল্যান্ড সিরিজ শেষ করে মঙ্গলবার বিকেলে দেশে ফিরে টাইগাররা। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন শান্ত। এ সময় তিনি আয়ারল্যান্ড সিরিজের প্রাপ্তির কথা বলতে গিয়ে বলেন, ফলাফল হওয়া দুটি ম্যাচই আসছে ওয়ানডে বিশ্বকাপে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে তাদের জন্য।
শান্তর কথায়, ‘আমরা যেটা ৩২০ তাড়া করলাম, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। যে ম্যাচটা আমরা ডিফেন্ড করলাম, সেটাও। দুটা ম্যাচই বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ। বড় দলের বিপক্ষে এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে। দুই ধরনের অনুভূতিই পেলাম কীভাবে চেজ করতে হয় বা ডিফেন্ড করতে হয়। এই জিনিস মনে রেখে সামনে ম্যাচ খেলতে পারলে দলের জন্য ভালো হবে।’
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। তাতে ২-০ তে সিরিজ জিতে টাইগাররা। প্রথম ম্যাচে ৪৫ ওভারে ৩২০ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ২৭৪ রানের পুঁজি নিয়ে জয় তুলে নেয়।
শান্ত বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচে ৪৪, ৩ উইকেটে জেতা দ্বিতীয় ম্যাচে ১১৭ ও ৫ রানে জেতা শেষ ম্যাচে ৩৫ রান করেন। সেই সঙ্গে শেষ ম্যাচে বোলিংয়ে এক উইকেট নিয়ে হন সিরিজসেরা।