মৌলভীবাজার, প্রতিনিধি ঃ শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি এবং উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজারের আয়োজনে “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই স্লোগান সামনে রেখে (১৫ই মে) সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি অতিথির বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব- আব্দুন নাসের খান।
মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়ের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন)
এ কে এম ফজলুল হক।
এছাড়াও কর্মশালায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, হোটেল-রিসোর্ট মালিক
সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited