নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ দোলন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই মোঃ দীন ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ১৫ মে ২০২৩ তারিখ রাত্র ০১.১৫ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন কলাগাছি সাকিনস্থ খেলার মাঠের দক্ষিন পাশে ইটের সলিং রাস্তার উপর হইতে আশিকুজ্জামান(২৫), পিতা-মোঃ আবু তালেব , গ্রাম- ইশানগাতী, থানা- লোহাগড়া, জেলা -নড়াইল ও মোঃ স্বাধীন হোসেন(২১), পিতা-আকবর ফকির ,গ্রাম- সারুলিয়া, থানা- লোহাগড়া, জেলা নড়াইলদ্বয়কে ৫৯ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া ইং-১৫ মে ২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা করেছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited