৭৬তম কান উৎসবে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন সারাবিশ্বের বিখ্যাত তারকারা। ফ্রান্সের কান শহরে এ উৎসব উৎযাপন করা হবে। প্রতিবছরই কানে ভারতীয় তারকারা বিশেষ পোশাকে নজর কাড়েন। এবারেও আসরেও ভারতীয় তারকাদের দিকে সিনেপ্রেমীদের কৌতুহলী চোখ থাকবে।
এবারে আয়োজকরা তাদের জন্য টিকেটের মূল্য এবং পোশাক নির্ধারণ করে দিয়েছে। যারা উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন তারা উৎসবটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারবেন। এবারে আসরে ওয়েবসাইট ভিআইপি কন্সিয়ার অনুযায়ী প্রতি টিকেটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ ৪০ হাজার টাকা। তবে যারা উৎসবে বিনামূল্যে যোগদান করতে চান তারা প্রতি সন্ধ্যায় ৯টা ৩০ মিনিট থেকে সিনেমা ডি লা প্লাজ ওয়েব পেজে ওপেন-এয়ার স্ক্রিনিং উপভোগ করতে পারবেন।
এছাড়া প্রতি আসরেই গ্ল্যামারাস রেড কার্পেট চেহারার জন্য অত্যন্ত পরিচিত এবং স্ক্রিনিংয়ের জন্য পোশাক কোড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যে আয়োজকরা সেলিব্রেটিদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছে।
এবারের আসরে পুরুষদের জন্য ডিনার জ্যাকেট বা কমপ্লিট স্যুট এবং নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে সান্ধ্য পোশাক। তবে নারীরা যেন নিজের মতো করে ড্রেসআপ করতে পারে সেজন্য কিছু অন্যান্য পোশাকও নির্ধারণ করা হয়েছে।
এরইমধ্যে আনুশকা শর্মা এবং ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বিজয়ী বলিউড অভিনেত্রী মানুশি চিল্লার, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুরসহ বেশ কয়েকজন তারকা কান যাত্রার কথা শোনা গেছে। তবে ফ্যাশন সচেতন মানুশিকে ঘিরে বেশ কৌতুহল তৈরি হয়েছে। নিজের সৌন্দর্য আর ব্যতিক্রমী পোশাকে কানের রেড কার্পেটে তিনি চমক দেখাবেন বলেই মনে করছেন ভক্তরা।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited