মুম্বাইয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিলাসবহুল বাড়ির একাংশ দুবছর আগে ভেঙে দিয়েছিল মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। বেআইনি নির্মাণের অভিযোগে তার বাড়ি ও অফিসের একাংশ ভেঙে দেওয়া হয়।
তখন কঙ্গনা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। আদালত তাকে ক্ষতিপূরণ দিতে বিএমসিকে নির্দেশও দিয়েছিলেন।
সম্প্রতি কঙ্গনা বলেন, ‘আমি কোনো ক্ষতিপূরণ পাইনি। আর এখন সেটা চাইও না। জনগণের করের টাকার মালিক আমি নই। সুতরাং এটা আমার দরকার নেই।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited