ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমণের কারণে নিষিদ্ধ থাকার ছয়দিন পর আজ প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
৩৫ বছর বয়সী ওই তারকার ছবিসহ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। এতে বলা হয়, ‘আজ সকালে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।’
প্রত্যাবর্তনের ফলে আগামী শনিবার রেলিগেশনের হুমকিতে থাকা আজেচিওর বিপক্ষে ম্যাচে পিএসজির হয়ে দেখা যেতে পারে মেসিকে। লিগ ওয়ানের শিরোপা জয়ের সম্ভাবনা জোরালো ভাবে ধরে রেখেছে পিএসজি। ছয় ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে টেবিল টপাররা।
গত সোমবার দলীয় অনুশীলনে যোগ না দেওয়ায় মেসির ওপর নিষেধাজ্ঞা জারি করে কাতারি মালিকানাধীন ক্লাবটি। অনুশীলনে যোগ না দিয়ে পিএসজির অনুমতি না নিয়েই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফরে গিয়েছিলেন মেসি।
পরে অনুতপ্ত হয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন সাত বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসি, যার ফলোয়ার ৪৫৮ মিলিয়ন। তিনি বলেন, আমি নিজেই ওই সফরসূচি ঠিক করেছিলাম। এর আগেও একবার সেটি বাতিল করেছি। তবে এবার তা সম্ভব হয়নি। আমার কাজের জন্য ক্ষমাপ্রার্থী। এখন ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি