স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলির মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না অনেকদিন ধরেই। সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি থাকাকালীন অধিনায়কত্ব হারান কোহলি। যার পেছনে বোর্ড সভাপতির দায়ই দেখেন কোহলি। সেখান থেকেই ধরে সম্পর্কে ফাটল।
চলতি আইপিএলেও রিয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলছেন বিরাট কোহলি। তবে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পরপরই বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকেও সরে গেছেন কোহলি। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে আছেন সৌরভ।
কোহলি-সৌরভ সম্পর্কের শীতলতা টের পাওয়া গেছে চলতি আইপিএলের সময়ও। আইপিএলের শুরুর দিকে বেঙ্গালুরু ও দিলির ম্যাচ শেষে দুই দলের শুভেচ্ছা বিনিময়ের সময় কোহলিকে এড়িয়ে যান সৌরভ। ভারতের সাবেক এই অধিনায়কের সঙ্গে হাত মেলাননি তিনি।
এই ঘটনার পরই ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করে দেন কোহলি। জবাবটা সৌরভও দেন কোহলিকে আনফলো দিয়ে। এই ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাও হয় বিস্তর।
শনিবার (৬ মে) ফিরতি ম্যাচে ফের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু-দিল্লি। দিল্লির বিপক্ষে এদিন ৭ উইকেটে হেরে গেছে বেঙ্গালুরু। ম্যাচ শেষে দুদলের খেলোয়াড় ও কোচরা যখন হাত মেলাচ্ছিলেন তখন সকলের নজর ছিল কোহলি ও সৌরভের দিকেই।
এদিনের ছবিটা অবশ্য ভারতের ক্রিকেটের জন্য স্বস্তিজনক। সবাইকে অবাক করে দিয়ে হাত মিলিয়েছেন কোহলি-সৌরভ। শুধু তাই নয়, শুভেচ্ছা বিনিময়ের সময় কিছুক্ষণ কথাও বলেছেন এই দুই কিংবদন্তি।