বলিউড অভিনেত্রী জিয়া খান ও প্রিয়াঙ্কা চোপড়ার বাবার মৃত্যুর পর পরা দুটি পোশাক নিলামে তুলেছেন দীপিকা পাডুকোন। আর সেই খবর ফাঁস হওয়ার পর তীব্র ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সালে দীপিকা তার বেশকিছু পোশাক নিলামে মোটা টাকায় বিক্রি করেন। সেই টাকা নাকি সমাজসেবামূলক কাজে ব্যবহার করবেন বলে দাবি করেছিলেন অভিনেত্রী।

আর তার মধ্যেই ছিল জিয়া খান ও প্রিয়াঙ্কা চোপড়ার বাবার মৃত্যুর পর শ্রদ্ধা নিবেদনের সময় পরা দুই পোশাক। একটি বিক্রি করা হয় ৮ হাজার টাকায় (ভারতীয় মুদ্রায়) অপরটি ২ হাজার ৭০০ টাকায়।
কেউ লিখেছেন, ‘উনি চ্যারিটির জন্য বিক্রি করেছেন, এটা বলে সাফাই দেবেন না প্লিজ, আপনি পারবেন ১০-১৫ বছরের পুরনো জানা এত টাকায় বিক্রি করতে, হয় আপনার বাড়িতে যারা কাজ করেন, তাদের আপনি এটা এমনিই দিয়ে দেবেন।’











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited