আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে লন্ডনে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। সোমবার (১ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টা নাগাদ চেমসফোর্ডে পৌঁছায় টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সেখান থেকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমরা বাংলাদেশ সময় রাত ৮টার কিছু পরে চেমসফোর্ড এসে পৌঁছেছি’।
বিসিবির এই কর্মকর্তা আরও জানান, ‘বাংলাদেশ দলের দ্বিতীয় বহর বাংলাদেশ সময় আজ (সোমবার) রাত ১২টার দিকে চেমসফোর্ড এসে পৌঁছাবে’।
বাংলাদেশ দলের প্রথম বহর এসেক্সের লন্ডন স্ট্যান্সটেড এয়ারপোর্টে অবতরণ করে। এরপর সেখান থেকে টিম বাসে করে ক্রিকেটার ও কোচিং, সাপোর্টিং স্টাফদের প্রথমভাগ চেমসফোর্ড টিম হোটেল ‘ডাউন হল স্পা অ্যান্ড রিসোর্ট’ এ গিয়ে উঠেছেন।
এদিকে আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত রাত ১টা ৪০ মিনিটে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন দাস।
আর আগামী ৫ মে একমাত্র প্রস্তুতি ম্যাচের আগে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র ও আইপিএলে থাকা মুস্তাফিজ ভারত থেকে ইংল্যান্ডে পৌঁছাবেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজের তিন ওয়ানডে ম্যাচ আগামী ৯, ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited