ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে নড়াইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ২২৬ টি মামলা দায়ের করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত এপ্রিল মাসে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।
এ সময় রেজিস্ট্রেশনবিহীন ৬৭ টি ও কাগজপত্রবিহীন ৯৫ টি মোটরসাইকেল এবং অবৈধ ৫৫ টি যানবাহনসহ ৮ টি ট্রাক আটক করা হয়েছে।
এছাড়া হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর জন্য ১৩৫ টি, বেপরোয়া গাড়ি চালানোর জন্য ৪১ টি ও ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ি চালানোর দায়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited