ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের ২টি ইটভাটা মালিক কে ৫ লাখ টাকা জড়িমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে।জানা যায়,নীতিমালা লংঘন করে ইট পোড়ানোর অপরাধে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন। পীরগঞ্জ থানার উপ পরিদর্শক সজল বশাক জানান, পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের এস.আর বি এবং এম.এ এস.বি ইট ভাটায় অভিযান চালায়।
সে সময় নীতিমালা লংঘন করে ভাটায় ইট পোড়ানোর অভিযোগে এস.আর.বি ভাটার মালিক আলতাফ হোসেনকে তিন লাখ অন্য দিকে এম.এ.এস.বি ভাটার মালিক আবু তাহেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।এবং সেই সাথে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী জানান, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited