বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ পাওয়া ৮ যুবক-যুবতীকে সংবর্ধনা দিয়েছে ছাতক থানা পুলিশ। (গত ২৬ এপ্রিল) বুধবার দুপুরে ছাতক থানায় কনষ্টেবল পদে নতুন নিয়োগ পাওয়া পুলিশের ৮ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধিত করেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন এবং ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির। নিয়োগ প্রাপ্তরা সকলেই ছাতক উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন নিয়োগপাপ্ত সদস্যদের উদ্দেশ্যে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক বলেন, পুলিশ একটি সু-সংগত ও দক্ষ বাহিনীর নাম। এ বাহিনীর গৌরবাজ্জ্বল ইতিহাসের পাশাপাশি যতেষ্ট সুনাম রয়েছে। সাধারন মানুষের সেবার জন্য পুলিশ বাহিনী সু-শৃঙ্খলভাবে কাজ করে আসছে। নিঃসন্দেহে এটি একটি সেবামুলক পেশা। নিজের সততা ও দক্ষতা কাজে লাগিয়ে পুলিশ বাহিনীর ভাবমুর্ত্তি উজ্জ্বল রাখার জন্য নতুন নিয়োগ প্রাপ্তদের প্রতি আহবান জানান তিনি।
পুলিশ বাহিনীতে নিয়াগ পাওয়া নতুন সদস্যরা হলেন, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের খোকন মিয়ার কন্যা তানিয়া আক্তার, ইসলামপুর ইউনিয়নের গাংপাড়-নোয়াকুট গ্রামের আব্দুল খালিকের পুত্র নুর উদ্দিন, রাসনগর গ্রামের তারা কান্ত সিংহের পুত্র প্রভাত সিংহ, হীরেন্দ্র সিংহের পুত্র অলক সিংহ, ধনীটিলা গ্রামের ইন্তাজ আলীর পুত্র লিটন মিয়া, দক্ষিন খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ’র পুত্র সাইফুল্লাহ বাহার ও দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামের হেলাল হোসেনের পুত্র সাইফুল ইসলাম।
পুলিশ বাহিনিতে ১২০ টাকার আবেদনে চাকুরী পেয়ে আনন্দিত নিয়োগপ্রাপ্ত সদস্যরা। তারা বলেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited