আন্তর্জাতিক ডেস্ক: সুদান থেকে ব্রিটিশ কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে আনা হয়েছে। রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জটিল ও ত্বড়িৎ অভিযানে তাদের সরিয়ে আনা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সুনাক বলেছেন, সুদানে থাকা ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ চলমান রয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, সুদান থেকে ব্রিটিশ দূতাবাসের কর্মীদের শনিবার দিবাগত রাতে খার্তুমের বাইরে উড়োজাহাজযোগে নিয়ে আসা হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, কূটনীতিকদের লক্ষ্য করে নির্দিষ্ট হুমকি ও সহিংসতার আশঙ্কার কারণে দূতাবাসের কর্মীদের সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সুদানের কাছাকাছি কোনও দেশে পাঠানোর ফলে সুদানের অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের আরও বেশি সহযোগিতা করতে পারবেন।
তিনি আরও বলেছেন, লড়াই না থামলে সুদান থেকে ব্রিটিশ নাগরিক নাগরিকদের সরিয়ে আনতে সরকারের সামর্থ্য খুব সীমিত।
এর আগে যুক্তরাষ্ট্র দেশটি থেকে তাদের দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে এনেছে। দূতাবাসকর্মীদের ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে ভারত। উপসাগরীয় কয়েকটি দেশে ইতোমধ্যে তাদের দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
১৫ এপ্রিল সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামক আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াই রাজধানীতে ছড়িয়ে পড়ে। এর পর থেকে উভয়পক্ষের মধ্যে ভারী অস্ত্র নিয়ে খার্তুমসহ দেশের বিভিন্ন অঞ্চলে তুমুল সংঘর্ষ চলছে। চার শতাধিক বেসামরিক নিহত হয়েছে।