দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে রুদ্র দাস (১২) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার শ্যামারচর গ্রামের বৈরাগী হাটির নৃপেন্দ্র দাসের ছেলে ও শ্যামারচর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামারচর গ্রামের পাশে মরা সুরমা নদীর খেয়াঘাটে বজ্রপাতের কবলে পরে গুরুতর আহত হয় তিনি। আহতাবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,সন্ধ্যার দিকে নিহত শিশুটি গরু আনতে হাওরে যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে সে দৌড়ে বাড়ী ফেরার সময় শ্যামারচর খেয়াঘাটে বজ্রপাতের কবলে পড়ে।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রায়হান উদ্দিন।