মৌলভীবাজার শহরে পাওয়া মানসিক ভারসাম্যহীন কিশোরী খাদিজা আক্তারকে (১৬) তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সকালে মেয়েটির মা-বাবা মৌলভীবাজার সদর মডেল থানায় আসলে অফিসার ইনচার্জের মাধ্যমে মেয়েটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল (১৬ এপ্রিল) রাতে মৌলভীবাজার শহরে মেয়েটিকে একা ঘোরাফেরা করতে দেখে কয়েকজন লোক মেয়েটিকে মৌলভীবাজার সদর থানায় নিয়ে আসে। থানায় মেয়েটিকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মানসিক ভারসাম্যহীন মেয়েটি তার নাম ঠিকানা সঠিক বলতে পারেনি।
পরবর্তীতে মেয়েটির পরিচয় শনাক্তে জেলা পুলিশ, মৌলভীবাজার এর অফিসিয়াল ফেসবুক পেইজে মেয়েটির ছবিসহ একটি পোস্ট করা হয়।
এই ফেসবুক পোস্টের মাধ্যমে কিশোরী খাদিজা আক্তারের পরিবার থানায় যোগাযোগ করে। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আতকাপাড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited