বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আন্ত:জেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত (১৬ এপ্রিল) মধ্যরাতে বিশ্বনাথ থানাপুলিশের একটি টিম অভিযান চালিয়ে মো.সুজন আহমদ ওরফে সেবলকে গ্রেফতার করে।
সেবল বিশ্বনাথের বৈরাগীগাঁওয়ের হাসান খান ওরফে হুছন খাঁ’র ছেলে।
সেবল ছয়টি ডাকাতি ও একাধিক চুরিসহ বিভিন্ন অপরাধের মামলার পরোয়ানাভুক্ত আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) কর্মকর্তা শ্যামল বণিক।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited