হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বাজকাশারা জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে ও প্রবাসীদের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্বে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভায় মসজিদ কমিটির সভাপতি মাস্টার সোহেল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
হাফিজ লুৎফুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, জেলা যুবলীগের সেক্রেটারি বুরহান চৌধুরী, বিএনপি নেতা মুজিবুর রহমান শেফু, জেলা পরিষদ সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, ৩নং ইনাতগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী।
এতে প্রধান আলোচক ছিলেন দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাও: লুৎফুর রহমান।
উপজেলার বাজকাশারা জামে মসজিদে প্রায় পাচ শতাধিক মুসল্লির উপস্থিতিতে এ ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহ শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মহিনুর রহমান, সেক্রেটারি শামীম আহমেদ, শিক্ষক নেতা মাস্টার আমীর উদ্দিন, আবুল কালাম মিঠু, আবু সুফিয়ান, ইকবাল খান, ডা: শামীম, জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, সাংবাদিক সুমন মিয়া প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাজকাশারা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহিবুর রহমান ও মুয়াজ্জিন ক্বারী আলাল আহমেদ।
ইফতার মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লীর উপস্থিতি ও আর্থিক সহযোগিতার জন্য আমেরিকা প্রবাসী মর্তুজা মিয়া, ইউকে প্রবাসী মো: কুতুব উদ্দিন, ছানু মিয়া, আব্দুল জালাল, আনোয়ার মিয়া সহ সংশ্লিষ্ট সকলের প্রতি মসজিদ কমিটির সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।