রাংগামাটির লংগদু উপজেলার সোনাই এলাকায় বৌদ্ধ সম্প্রাদায়ের ঐতিহ্য ও সামাজিক ফুল বিজু উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়।
শনিবার (১৫ এপ্রিল) সকালে সোনাই এলাকার স্থানীয় গন্যমান্যদের উদ্যোগে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজু মেলার সদস্য সচিব বাবু সোনাচন্দ্র চাকমার উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ লংগদু উপজেলা শাখার বাবু নির্পন চাকমা এসময়
বাবু সুকৃতি খীসা মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সভাপতি জে,এস,এসের লংগদু উপজেলা শাখার বাবু অনঙ্গ লাল চাকমা,বিশেষ অতিথি হিসেবে ছিলেন,হেডম্যান ২৫ নং মাইনীমুখ মৌজা, বাবু মানিক কুমার চাকমা ও সাংগঠনিক সম্পাদক জে,এস,এসের বাবু সুশীল জীবন চাকমা প্রমুখ সহ স্থানীয় কার্বারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited