দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়েছে তিন হাজার পরিবার। তাদেরকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করেন হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার মোট ৩ হাজার ৮১ জনের মধ্যে এই চাল বিতরণ করা হয়।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, কাউন্সিলর ফারুক হোসেন, রতন কুমার, জুনিয়র প্রকৌশলী আব্দুর রাজ্জাকসহ ট্যাগ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Source:
NRD NEWS
Via:
NRD TV