অবশেষে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন লিটন দাস। সোমবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিটনের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা।
লিটনের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে কলকাতা। ক্যাপশনে লিখেন, ‘পৌঁছে গেছে লিটন দা।’ সঙ্গে তারা ভালোবাসা ও আবেগের ইমোজিও যোগ করেন।
এর আগে রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা দেন লিটন। দেশ ছাড়ার নিজের লক্ষ্যের কথা জানান বাংলাদেশি এই
ব্যাটার। তিনি বলেছিলেন, ‘তারা (কলকাতা) যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার। তেমন কোনো লক্ষ্যে নেই, যদি সুযোগ আসে ভালো ক্রিকেট খেলবো। ভক্তদের উদ্দেশে একটা কথাই বলবো, এখানে যেমন সমর্থন করেছে ওখানে যেন এভাবে সমর্থন করে।’

Source:
NRD TV
Via:
NRD NEWS