আজমিরীগঞ্জ দুই দলের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়। এই ঘটনাটি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নোয়াগড় গ্রামে ঘটে। এলাকাবাসির সুত্রে জানা যায়, গত ৯ই এপ্রিল রোজ রবিবার দুপুর আড়াইটার সময় আসক আলী ও আজিম উদ্দিন এর লোক জন জমির ধান কাটার পর অতিরিক্ত জমিতে তাকা ডাটা কেটে রোদ্রে রাখা অবস্তায় গরু খেয়ে পেলে এরি সূত্র ধরে কথার কাটাকাটি করে এক পর্যায় দেশীয় অস্ত্র লাটি টেঢা বল্লম নিয়ে সংঘর্ষ বাদলে এলাকা বাসী অল্প সময়ের মধ্যেই সংঘর্ষ তামিয়ে দেয়। এতে কয়েক জন আহত হয়। আহত অবস্থায় তাহাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাটানো হয় । আহতরা হল ফজল মিয়া(৪৫) ফয়েজ মিয়া (১৯) আরসআলী (৩০) সাদ্দাম মিয়া (১৮) ফরিদ (২০) তোফজুল(১৮) ফারভেজ(১৭) এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ফয়েজ মিয়া ও ফজল মিয়া কে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য নেওয়া হয়। সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসার অবস্থায় আসক আলীর ছেলে ফয়েজ মিয়া ১০ই এপ্রিল রোজ সোমবার মারা যায় এবং পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় । নোয়াগড় গ্রামের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল মুকিত মিয়া ঘটনা সত্যতা স্বীকার করে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে ও পুলিশ মোতায়ন আছে। এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মাসুক আলী জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।