নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার প্রধান নদীগুলোর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষায় বন্যা, নদীভাঙন, দূষণ, দখলসহ নানা পরিবেশগত ও আর্থ–সামাজিক সমস্যা চিহ্নিত হয়েছে। এসব সমস্যার সমাধানে নদী ও খাল খনন, তীর সংরক্ষণ, পানি নিষ্কাশন কাঠামো নির্মাণ, ফ্লাডফিউজ স্থাপন, ডুবন্ত বাঁধ মজবুতকরণসহ বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়।
আজ বুধবার (১০ ডিসেম্বর) জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় কর্মশালায় এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলার প্রধান নদীগুলোর পানি সম্পদকে টেকসই ও সমন্বিতভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে এই সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হয়।
কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে সমীক্ষা প্রতিবেদনের ওপর বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক রাফিউস সাজ্জাদ, পরিকল্পনা শাখার প্রধান প্রকৌশলী ড. শ্যামল চন্দ্র দাস, পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহাপরিচালক মাহবুবর রহমান এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা।
সমীক্ষায় জেলার আটটি নদীর ৩৬টি স্থানে নদীভাঙনে বাজার, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে আসে। এছাড়া বালুচাপ, আগাম বন্যা, সার্বিক বন্যাদুর্গতি, পরিবেশ দূষণসহ নানামুখী সমস্যা চিহ্নিত করা হয়।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা অংশ নেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited