নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোনায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Human Aid International–এর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা শহরের ডিসি অফিসের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এতে মানবাধিকার কর্মী, সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এডভোকেট রুকন উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শোয়াইব আলম শিশির। বক্তব্য দেন সহ সাধারণ সম্পাদক শহীদূর রহমান মিথুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. পিয়েল খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের মানবাধিকার কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিত করতে জনবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা জরুরি। এজন্য সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার চর্চা ও রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
আয়োজকদের মতে, দিবসটি ঘিরে এ আয়োজন জেলাজুড়ে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited