নেত্রকোনা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই জমে উঠেছে নির্বাচনী উত্তাপ। বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছে, আর প্রার্থীরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন মাঠে ভোটারদের মনযোগ আকর্ষণে। সভা-সমাবেশ, গণসংযোগ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোট চাওয়ার তোড়জোড় চলছে জোরেশোরে।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু তাহের তালুকদারও ব্যস্ত সময় পার করছেন নিজের নির্বাচনী প্রচারে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের শাহাবাজপুর বাজারে ২, ৩ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব আহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ফকির, গোয়ালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহাম্মদ বাবু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ নোয়াব, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির সদস্য মোজাহিদুল ইসলাম লেলিন।
এছাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানান।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited