অকল্যান্ডে এক রোমাঞ্চকর টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ ওভারের শেষ বলে জয়-পরাজয়ের হিসাব নির্ধারিত হয়, যেখানে তীরে এসে তরি ডুবেছে ক্যারিবীয়দের।
ম্যাচের শুরু থেকে শেষ—প্রতিটি পর্যায়ে নাটকীয়তায় ভরা ছিল অকল্যান্ডের ইডেন পার্ক। ২০৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত পরাজয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডের দুর্দান্ত জুটি ম্যাচে নতুন প্রাণ ফেরায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ২০৪ রান তুলতে সক্ষম হয় অতিথিরা।
চাপম্যানের ব্যাটে ঝড়, ২০৭ রানে থামে কিউই ইনিংস
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনার টিম রবিনসন ও ডেভন কনওয়ে ৪৩ বলে ৫৫ রানের জুটি গড়েন। তবে ৫৯ রানের মধ্যে দুজনেই সাজঘরে ফেরেন—রবিনসন ২৫ বলে ৩৯ ও কনওয়ে ২৪ বলে ১৬ রান করেন।
এরপর মাঠে নামেন মারকুটে ব্যাটার মার্ক চাপম্যান, আর সেখান থেকেই বদলে যায় ম্যাচের চিত্র। রাচিন রবীন্দ্র (১১) ও ড্যারিল মিচেল (১৪ বলে ২৮)–এর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস গতি দেন চাপম্যান। মাত্র ১৯ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম অর্ধশতক পূর্ণ করেন তিনি।
জেসন হোল্ডারের বলে আউট হওয়ার আগে ২৮ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন চাপম্যান। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ৭টি ছক্কা—স্ট্রাইক রেট ২৭৮.৫৭। শেষদিকে অধিনায়ক মিচেল স্যান্টনার (৮ বলে ১৮*) ও মিচেল (১৪ বলে ২৮*) ষষ্ঠ উইকেটে ১৭ বলে ৩৮ রানের জুটি গড়ে দলকে ২০ ওভারে ২০৭ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ নেন সর্বোচ্চ ২ উইকেট।
ঘূর্ণিতে ধস, তারপরও লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ
জবাবে ইনিংসের তৃতীয় বলেই ওপেনার ব্র্যান্ডন কিং খালি হাতে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলেন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক শাই হোপ (২৪) ও আথানাজে (৩৩) কিছুটা প্রতিরোধ গড়লেও নিউজিল্যান্ডের স্পিন ঘূর্ণিতে ধসে পড়ে ব্যাটিং লাইনআপ।
ইশ সোধি ও মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে একে একে ফিরেছেন আগুস্তে (৭), হোল্ডার (১৬), হোপ (২৪), চেজ (৬) ও আথানাজে (৩৩)। ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ তখন কার্যত নিউজিল্যান্ডের দখলে।
পাওয়েল-শেফার্ডে প্রত্যাবর্তন, কিন্তু শেষ মুহূর্তে হতাশা
এমন পরিস্থিতিতে সপ্তম উইকেটে ব্যাটে নামেন রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। তারা দুজন মিলে ২৪ বলে ৬২ রানের ঝড় তোলেন। সীমিত ওভারে তাদের ব্যাটে আসল রোমাঞ্চ ফিরে আসে ম্যাচে।
শেফার্ড ১৬ বলে ৩৪ রান করে ফিরলেও পাওয়েল জয়ের আশা জাগান শেষ পর্যন্ত। ১৮তম ওভারে ২২ ও ১৯তম ওভারে ১৪ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের সমীকরণে টেনে আনেন তিনি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান।
নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা শেষ ওভারের প্রথম তিন বলেই ১০ রান আসে। কিন্তু চতুর্থ বলে পাওয়েল আউট হলে উত্তেজনা চরমে ওঠে। পঞ্চম বলে আকিল হোসেন ১ রান নেওয়ায় শেষ বলের সমীকরণ দাঁড়ায়—৫ রান প্রয়োজন। কিন্তু ব্যাটার ফোর্ড ১ রানের বেশি নিতে পারেননি।
ফলে ২০৪ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, ৩ রানে জয় পায় নিউজিল্যান্ড। পাওয়েল ১৬ বলে ৪৫ (১ চার, ৬ ছক্কা), শেফার্ড ১৬ বলে ৩৪ এবং ফোর্ড অপরাজিত ২৯ রানে ব্যর্থতার সান্ত্বনা খুঁজেছেন।
রেকর্ড ও পুরস্কার
শেষ পাঁচ ওভারে ৮৭ রান তুলে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ—তবুও জয় পায়নি তারা। নিউজিল্যান্ডের স্যান্টনার ও সোধি নেন ৩টি করে উইকেট। ম্যাচসেরা হন কিউই ব্যাটার মার্ক চাপম্যান।
সিরিজ এখন ১–১ সমতায়। আগামী ৯ নভেম্বর নেলসনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সেখানে জয় পেলেই সিরিজে এগিয়ে যাবে যে কোনো এক পক্ষ।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited