আবেগীয় নানা কারণেই মানুষের মন বিষাদের নীল বেদনার সাগরে ভাসিয়ে দেয়। তাতে মন হালকা তো হয়ই না উল্টো তা হার্টের জন্য ডেকে আনে ভয়ংকর কোন এক অভিজ্ঞতা। চিকিৎসাশাস্ত্র আর গবেষণা এমনটাই জানান দেয়।
যদি কোনো কারণে মানুষ কষ্ট পায় আর সেই কষ্টে মানুষ হতাশা বা ডিপ্রেশনে পড়ে যায়, এতে করে হার্টের স্বাভাবিক আকৃতির পরিবর্তন হয়ে থাকে চিকিৎসাশাস্ত্রে এ সমস্যার নাম ব্রোকেন হার্ট সিন্ড্রোম বা ‘তাকাতুবো’ বলা হয়ে থাকে।
এই ব্রোকেন হার্ট সিন্ড্রোমে রোগী প্রায়ই বুকে চিনচিন ব্যথা অনুভব করে থাকে। চিকিৎসকরা কারন হিসেবে বিশেষ কিছু হরমোনের কথা জানিয়েছেন।
গবেষণা থেকে জানা যায় , কাউকে দেখে মানুষের মস্তিষ্কে ‘ডোপামাইন’ হরমোনের পরিমাণ বেড়ে গেলে তিনি নিশ্চিত ওই ব্যক্তির প্রেমে পড়েন। হরমোনের খেলা কাজ করে মন ভেঙে যাওয়ার পেছনেও।
কর্টিজল হরমোনের মাত্রা যখন বেড়ে যায় তখন মনের যন্ত্রণা বেশি কষ্ট দিতে শুরু করে। সেসময় রোগী নিজেকে অন্যদের থেকে গুটিয়ে নেন। একা থাকার প্রবণতাও বেড়ে যায় তখন।
গবেষণায় গবেষকরা পেয়েছেন নতুন আরেক তথ্য। তা হলো, সম্পর্ক ভাঙার পর কিংবা কারো কাছে প্রতারিত হওয়ার পর ব্রেন তা মেনে নিতে পারে না কোনভাবেই। তাতে হৃদয়ের আকারের পরিবর্তন হয়ে থাকে। এর থেকে তৈরি হতে পারে হার্ট অ্যাটাকের মতো লক্ষণও।
মেয়েরা এ রোগে বেশি ভোগেন ছেলেদের তুলনায়।
মনোবিদরা জানিয়েছেন যে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণেই হয়তো মেয়েদের মনে আঘাত এর পরিমাণ বেশি লাগে। এরফলে কোমলমতি মেয়েরা ব্রোকেন হার্ট সিন্ড্রোম বা ‘তাকাতুবো’র মতো জটিল রোগের শিকার হয়ে যান সহজেই।
Source:
NRD NEWS
Via:
NRD TV










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited