বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। রবিবার (১৯ অক্টোবর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৭৩ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ হিসাবে মোট ১,০৪৫ জন প্রার্থী আগামী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষা শুরু শিগগিরই
পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও সাক্ষাৎকারের তারিখসমূহ কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে পিএসসি কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
যারা একাধিক ক্যাডারে আবেদন করেছিলেন, তাদের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী পৃথক তারিখে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের এসএমএস ও ওয়েবসাইটে পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার আগে যেসব কাগজপত্র লাগবে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিক সনদ, চরিত্র সনদসহ প্রয়োজনীয় সব কাগজপত্র মূল কপিসহ সঙ্গে আনতে হবে। কোনো প্রার্থী প্রমাণপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হতে পারে।
কমিশনের সংশোধনের অধিকার
পিএসসি জানিয়েছে, যুক্তিসংগত কারণে সময়সূচিতে কোনো পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। কোনো কারণে নির্ধারিত তারিখ পরিবর্তন হলে প্রার্থীদের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থীরা
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বর্তমানে মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সাধারণত মৌখিক পরীক্ষায় প্রার্থীর বিষয়জ্ঞান ছাড়াও ব্যক্তিত্ব, মনোভাব, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও প্রশাসনিক দক্ষতা যাচাই করা হয়। তাই অনেক প্রার্থী এখন বিশেষজ্ঞ শিক্ষক ও কোচিং প্রতিষ্ঠানের পরামর্শে মক ইন্টারভিউ দিয়ে নিজেদের প্রস্তুত রাখছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী রাকিব হাসান বলেন, “এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। মৌখিক পরীক্ষায় আত্মবিশ্বাস ও উপস্থিত বুদ্ধির উপর অনেক কিছু নির্ভর করে। তাই শুধু বই নয়, দেশের চলমান ঘটনাপ্রবাহ সম্পর্কেও জানতে হচ্ছে।”
৪৫তম বিসিএসের সংক্ষিপ্ত পটভূমি
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের নভেম্বর মাসে। এই বিসিএসে মোট পদ ছিল প্রায় ২,৩০৯টি, যার মধ্যে সাধারণ ক্যাডারে ৫২৩টি, কারিগরি বা পেশাগত ক্যাডারে ১,২২৯টি এবং শিক্ষা ক্যাডারে ৫৫৮টি পদ নির্ধারিত ছিল।
প্রাথমিক বাছাই পরীক্ষায় (প্রিলিমিনারি) লাখো প্রার্থী অংশগ্রহণের পর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় চলতি বছরের শুরুতে। এর পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করা হবে।
চূড়ান্ত নিয়োগে পরবর্তী ধাপ
মৌখিক পরীক্ষার ফল প্রকাশের পর পিএসসি চূড়ান্তভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের সুপারিশ করবে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
সরকারি চাকরিতে প্রবেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোর একটি হিসেবে বিসিএস সবসময়ই তরুণ সমাজের আগ্রহের কেন্দ্রবিন্দু। এবারও তার ব্যতিক্রম নয়—৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার ঘোষণায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন হাজারো তরুণ প্রার্থী।
