বিশ্বনাথের দশঘর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে
ইলিয়াস লুনা শ্লোগানে মুখরিত
নিজেস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে সিলেট ২ সংসদীয় আসনে ইলিয়াস লুনার সমর্থনে ধানের শীষে ভোট প্রদানের লক্ষে দশঘর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচার মিছিল অনুষ্টিত হয়েছে।
আজ শুক্রবার ১৭ ই অক্টোবর বাদ মাগরিব পশ্চিম মার্কেট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি দশঘর মাছুখালী বাজারে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ হান্দু মিয়ার সভাপত্বিতে ও
ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দিলু মিয়ার পরিচালনায় প্রচার মিছিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশ্বনাথের যুবদল নেতা ইমলাক হোসেন। বক্তব্য রাখেন ওয়ার্ড কৃষকদলের সভাপতি ও বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নুর উদ্দিন,ওয়ার্ড যুবদলের সাংগঠনিক ছালা মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর মুতালিব, তানবির আহমদ, আব্দুর নুর, ছামির খান,কনা মিয়া,ছামির উদ্দীন,আইয়ুব উল্লাহ সহ এলাকা ও ওয়ার্ড
বিএনপি,যুবদল,,স্বেচ্ছাসেকদল,ছাত্রদল, কৃষকদল,শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশতাধিক নেতৃবৃন্দ।
দীর্ঘ চার কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল মিছিলে
সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী জিন্দাবাদ, ইলিয়াস লুনা জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকাটি।
