সোনার বাংলাদেশ। কোথায় এমন সবুজ বাহার নিত্য সুখের খোঁজ,কোথায় এমন পাখির গানে মুগ্ধ সকাল রোজ, কোথায় এমন সুনীল আকাশ কোথায় মেঘের দল।
কোথায় এমন সাগর-নদীর জল করে ছলছল।কোথায় এমন হাওর বাওর কোথায় ছোট খাল,
কোথায় এমন নৌকাগুলো যায় টাঙিয়ে পাল। কোথায় এমন উচু পাহাড় ঝর্ণা ঝরার সুর নয়ন কাড়া হৃদয় হারা এ কোন স্বপন পুর। কোথায় এমন ছবির মতন দেখতে মেঠোপথ
কল্পনাতে যে পথে যায় কল্পপুরের রথ
কোথায় এমন রূপের হাসি হয় না কভু শেষ।এ যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।
পারভেজ হুসেন তালুকদার
শিক্ষার্থী,
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ।
Stay Connect With Us For Latest News
