সুনামগঞ্জের দিরাইয়ে ৪২০ লিটার চোলাই মদ তৈরীর উপকরণসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি দল।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় গচিয়া গ্রামের মেঠলা রবি দাসের ছেলে দুলাল রবি দাস (৩০) ও মুরালি রবি দাসের ছেলে সুনীল রবি দাসকে (৩২) আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর জিজ্ঞাসাবাদে বিক্রির জন্য মজুদ রাখা ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ৪২০ লিটার চোলাই মদ তৈরীর উপকরণ জব্দ করা হয়।