সাংবাদিক সালামের উপর থেকে
সাজানো মামলা প্রত্যাহারের দাবী
—বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বহুল প্রচারিত দৈনিক ইনকিলাব এর সম্পাদক এ এম. এম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে সাজানো ৫০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহার করার আহবান জানিয়েছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আজ ৮ অক্টোবর রোজ বুধবার বিকেল ৩ ঘটিকায় বিশ্বনাথ বাসিয়া নদীর ব্রিজের উপর বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তিতাকালে এ দাবী জানান নেতৃবৃন্দ।
এতে নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদও জানান।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, দেশের যে স্থানেই সাংবাদিক নির্যাতিত হন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব রাজপথে এসে এর প্রতিবাদ করে আসছে আর তার ধারাবাহিকতায় আজকেরও এই মানববন্ধন।
আ্যডভোকেট শামীম আহমদ কর্তৃক এ মামলা এ এম.এম বাহাউদ্দিন ও সাংবাদিক
আব্দুস সালাম উপর তা সঠিক হয়নি এর নিন্দা জানান এবং মামলাটি প্রত্যাহারের আহবান জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও জাতীয় দৈনিক বিশ্বনাথ এর প্রতিনিধি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক আলোর দিগন্ত বিশ্বনাথের প্রতিনিধি শ্রী অজিত চন্দ্র দেব এর সঞ্চালনায় এতে ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
