লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ |
লালমনিরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের আয়োজনে বাবুপাড়ায় মহিলা দলের পক্ষ থেকে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এ বৈঠকে আলোকিত লালমনিরহাটের রূপকার ও প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ভাইয়ের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
স্থানীয় মা-বোনদের সক্রিয় অংশগ্রহণে বৈঠক প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
অনুষ্ঠানে জেলা মহিলা দলের নেতৃবৃন্দ, পৌর মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বৈঠকে দলীয় ঐক্য, নেতৃত্বের প্রতি আস্থা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জোরদার করার আহ্বান জানানো হয়।
